বন্যা কবলিত এলাকা পরির্দশনে গিয়ে মহিলার হাতে ঠাটিয়ে চড় খেলেন বিধায়ক

ODD বাংলা ডেস্ক:নিজের বিধানসভা কেন্দ্রে বন্যা কবলিত এলাকা পরির্দশনে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়লেন হরিয়ানার বিধায়ক ঈশ্বর সিং। নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জননায়ক জনতা পার্টির বিধায়ককে চড় মারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। চড় মারার ভিডিয়ো সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। গত কয়েকদিন উত্তর ভারতে ভারী বৃষ্টির জেরে দিল্লি, হিমাচল প্রদেশ সহ একাদিক রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই তালিকায় আছে বিজেপি শাসিত হরিয়ানা-ও। ভারী বৃষ্টির দাপটে বেহাল অবস্থা কাইথাল জেলা। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার নিজের বিধানসভা এলাকা গুহলা গিয়েছিলেন জননায়ক জনতা পার্টি (জেজেএ)-র বিধায়ক ঈশ্বর সিং।বিধায়ককে দেখতে পেয়ে ঘিরে ধরে মহিলাদের একটি দল। এলাকার জলযন্ত্রণার দুর্ভোগের কথা তুলে ধরে তারা। সেই সঙ্গে বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মহিলাদের দলটি। এই সময় ভিড়ের মধ্যে থেকে এক মহিলা সপাটে বিধায়ক ঈশ্বর সিং-কে চড় মারেন বলে অভিযোগ। বিধায়ককে চড় মারার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট। মুহূর্তের মধ্যে ভিডিয়োটি ব্যাপকভাবে শেয়ার করা হয়। কেন বিধায়ক দুর্গত এলাকায় এসেছেন, তার প্রশ্ন তুলে কয়েক সেকেন্ডের ভিডিয়োটিতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মহিলাকে। এরপরেই চড় মারতে দেখা যায় তাকে। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা বিধায়ককে সরিয়ে নিতে দেখা যায় ভিডিয়োটিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.