ভুলেও এই দিকে মুখ করে গ্যাসের ওভেন রাখবেন না, তাহলে জলের মত পয়সা খরচ হবে
ODD বাংলা ডেস্ক: বাড়ির মঙ্গল অমঙ্গলের অনেকটাই নির্ভর করে রান্নাঘরের ওপর। কারণ রান্নাঘরে যা কিছু রান্না করা হয় তা পরিবারের সদস্যদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। বাস্তু অনুসারে রান্নাঘরে আগুনের দেবতা অগ্নির বসা করেন । তাই শক্তির উৎস হল রান্নাঘর। প্রথমেই বলে রাখু রান্নাঘর অপরিচ্ছন্ন রাখা ঠিক নয়। তাহলে পরিবারের ওপর অশুভশক্তির প্রভাব পড়তে শুরু করে। মনে রাখবেন রান্নাঘরে গ্যাসের ওভেন রাখার ওপরও পরিবারের মঙ্গল আর অমঙ্গল অনেকটা নির্ভর করে। কারণ গ্যাসের ওভেনই হল আগুনের উৎস।
গ্যাসের ওভেন যদি ভুল দিকে রাখা হয় তাহলে পরিবারের ওপর অশুভ প্রভাব পড়ে। অর্থনৈতিক অনটনও শুরু হতে পারে। তাই বাস্তু অনুসারে গ্যাসের ওভেন রাখার দিক নির্দেশ দেওয়া হয়েছে।
১. গ্যাসের ওভেন এমনভাবে কখনই রাখবেন না যাতে আপনাকে দক্ষিণদিকে মুখ করে দাঁড়িয়ে বা বসে রান্না করতে হয়। দক্ষিণদিকে মুখ করে রান্না করলে আর্থিক সংকট দেখা দিতে পারে।
২. রান্নার গ্যাসের ওভেন কখনই পশ্চিমদিকে মুখ করে রাখাও ঠিক নয়। কারণ পশ্চিমদিকে দাঁড়িয়ে রান্না করলে শারীরিক স্বাস্থ্য ভেঙে পড়তে পারে।
৩. বাস্তু অনুসারে গ্যাসের ওভেন সর্বদাই দক্ষিণ-পূর্ব কোন করে রাখা উচিৎ। তাঁর এই দিন আগুন দেবতার দিক। অগ্নির শুভ দিকে গ্যাসের ওভেন রাখতে দেবতা তুষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের আশীর্বাদ করেন।
৪. প্রয়োজনে উত্তর পশ্চিম দিক করেও গ্যাসের ওভেন রাখতে পারেন। তবে ভুলেও উত্তর পূর্ব দিকে মুখ করে গ্যাসের ওভেন রাখবেন না।
Post a Comment