করোনার পর, নাইরো ভাইরাস! জ্বরের পাশাপাশি নাক থেকে পড়ছে রক্ত!


ODD বাংলা ডেস্ক: নতুন এক ভাইরাসের দাপটে কার্যত থরথর করে কাঁপছে গোটা বিশ্ব৷ সম্প্রতি হু-এর তরফ থেকে এই ভাইরাসের আক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে৷ বলা হচ্ছে, এই ভাইরাসের আক্রমণ সাধারণ মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় একটি আশঙ্কা হয়ে দাঁড়াতে চলেছে৷ এই রোগ এক মানুষের থেকে অন্য মানুষের শরীরে ছড়ায়৷ এই রোগটির সংক্ষিপ্ত নাম সিসিএইচএফ, যার পুরো নাম ক্রিমেন-কঙ্গো হেমারোজিক ফিভার৷ গাল ভরা নামের এই রোগটির ফলে ব্যপক প্রভাব পড়ছে মানব শরীরে৷বলা হচ্ছে, এর মূল কারণ নাইরোভাইরাস৷ নাইরো ভাইরাসের আক্রমণে এই রোগ এমন আকার ধারণ করছে৷ এটির কারণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অনেককেই৷ তাদের মধ্যেই মৃতের সংখ্যা ১০ শতাংশ থেকে কখনও কখনও ৪০ শতাংশেও পৌঁছচ্ছে৷কী ধরনের উপসর্গ এক্ষেত্রে দেখা যাচ্ছে? বলা হচ্ছে, এর ফলে মাথা যন্ত্রণা, জ্বর, কোমরে যন্ত্রণা, পেটেয ব্যাথা, বমি, লাল চোখের মতো উপসর্গ দেখা দিচ্ছে৷ কিন্তু যাঁরা অতিরিক্ত মাত্রায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের পরিস্থিতি হচ্ছে আরও খারাপ৷বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, যাঁরা অতিরিক্ত মাত্রায় এই রোগে আক্রান্ত হচ্ছেন, তাঁদের জন্ডিস, মুড সুইংয়ের মতো সমস্যা দেখা দিচ্ছে৷ পাশাপাশি, রোগ আরও শরীরে জাঁকিয়ে বসলে নাক দিয়ে রক্ত পড়া, ইঞ্জেকশনের স্থান থেকে রক্ত বন্ধ না হাওয়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.