ওহ মাই গড! অক্ষয়ের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন


ODD বাংলা ডেস্ক: লিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন হলেন অক্ষয় কুমার। তাঁর পারিশ্রমিক অনেকাংশে কমিয়েছেন তিনি। অভিনেতা প্রতি ছবিতে ৫০-১০০ কোটির মধ্যে চার্জ নিতেন। তবে, টানা ফ্লপ দেওয়ার পরে, অভিনেতা এখন ওএমজি ২-এর জন্য ৩৫ কোটি টাকা চার্জ করেছেন বলেও জানা গিয়েছে। এদিকে পঙ্কজ ত্রিপাঠি তাঁর ভূমিকার জন্য ৫ কোটি টাকা চার্জ করেছেন এবং ইয়ামি গৌতম নিয়েছেন ২-৩ কোটি টাকার মধ্যে। অক্ষয় কুমার সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ওএমজি ২-এর টিজার প্রকাশ করেছেন, যেখানে ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠিও অভিনয় করেছেন। সিনেমায় তাঁকে দেখা যাবে ভগবান শিবের চরিত্রে। সিনেমাটি ২০১২ সালের ব্যঙ্গাত্মক কমেডি ওএমজি-ওহ মাই গডের একটি সিক্যুয়েল। যেখানে অক্ষয় কুমার কৃষ্ণ বাসুদেব যাদবের ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি পরে আবার ভগবান কৃষ্ণ হিসাবেও আতত্মপ্রকাশ করেছিলেন। ছবিতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তী, মহেশ মাঞ্জরেকর, ওম পুরী, মুরলি শর্মা এবং গোবিন্দ নামদেও। সিক্যুয়েলটি স্কুলে যৌন শিক্ষার মতো বিতর্কিত বিষয় নিয়ে তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.