সাহারার টাকা ফেরত পাবে সাধারণ মানুষ! পোর্টাল চালু করছেন অমিত শাহ


ODD বাংলা ডেস্ক: ১০ কোটি বিনিয়োগকারীদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। সাহারায় যে সাধারণ মানুষেরা প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছিলেন, খুব শীঘ্রই তাঁরা দারুণ খবর পাবেন। কারণ ১৮ জুলাই অর্থাৎ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী ও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ চালু করেছেন সাহারা রিফান্ড পোর্টাল। যে বিনিয়োগকারীদের পলিসির বিনিয়োগের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরা এই পোর্টালের মাধ্যমে নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাবেন বলে জানা গিয়েছে। সাহারার বিনিয়োগকারীদের রিফান্ড সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে এই পোর্টালে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। বর্তমানে সাহারা ইন্ডিয়াতে সারা দেশের কয়েক লাখ মানুষের প্রচুর বিনিয়োগ আটকে রয়েছে। এই পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। প্রচুর বিনিয়োগকারীর পলিসির মেয়াদ শেষ হওয়ার পরেও অর্থ পাচ্ছেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.