স্বামী বিবেকানন্দের মাছ খাওয়া নিয়ে কটাক্ষ, বিপাকে ইসকনের সন্ন্যাসী

ODD বাংলা ডেস্ক: সম্প্রতি স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের শীর্ষে ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা দাস। সম্প্রতি তাঁর একটি বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।  রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীকে উদ্ধৃত করে এমন ব্যাখ্যা দিয়েছেন,  যা নিয়ে বেজায় চটেছেন রামকৃষ্ণ ভক্তরা। শ্রীরামকৃষ্ণ যেভাবে মানুষকে ঈশ্বরলাভের বহু পথ সম্পর্কে জ্ঞাত করার চেষ্টা করেছিলেন, তার সমালোচনা করেন এই ব্যক্তি। স্বামী বিবেকানন্দকেও নিশানা করেন তিনি। বলেন, স্বামী বিবেকানন্দ যদি মাছ খান, তাহলে তিনি কিকরে একজন সিদ্ধপুরুষ? কারণ কোনও সিদ্ধপুরুষ কখনও মাছ খাবেন না, কারণ মাছও ব্যথা অনুভব করে। একজন সিদ্ধপুরুষের অন্তরে মমতা থাকে। শুধু তাই নয়, অমোঘ দাস লীলা এমনও বলেন যে স্বামী বিবেকানন্দের কিছু মতামত গ্রহণযোগ্য নয়। ইসকন অফিসিয়াল বার্তা দিয়ে অমোঘ লীলাকে এক মাসের জন্য নিভৃতবাসে পাঠানোর কথা ঘোষণা করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.