‘মডেলরা কি শুধুই রং করা পুতুল’
ODD বাংলা ডেস্ক: ‘মডেলরা কি শুধুই রং করা পুতুল’— এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মডেলিং দুনিয়া থেকে অভিনয়ে আসা শোভিতা ধুলিপালা। তিনি বলেন, ‘যখন কাজ শুরু করেছিলাম সবাই জানত মডেলিং দুনিয়া থেকে এসেছি। ইন্ডাস্ট্রি মডেলিংয়ের জগৎ থেকে অভিনয়ে আসা মানুষদের সহজে মেনে নেয় না। মনে করে মডেলরা নিছক সাজগোজ করা রংচঙে পুতুল। এ নিয়ে আমি সচেতন ছিলাম। তাই এমন সব চরিত্র বেছে নেই, যেখানে অভিনয়দক্ষতা প্রকাশের সুযোগ আছে।’
মডেলিং থেকে আসা অভিনেতা-অভিনেত্রীদের নিছক ‘রং করা পুতুল’ মানতে পারেন না জানিয়ে শোভিতা বলেন, ‘পারফর্মিং আর্টসের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমি ভালো কাজ করতে চাই। প্রতি দিন উন্নতি করতে চাই।’
‘মেড ইন হেভেন’ সিরিজে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। মণি রত্নমের ছবি ‘পোন্নিয়ান সেলভান’-এও অভিনয় করেছেন। সব সময় জটিল মনস্তাত্ত্বিক চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী তিনি।
ভারতের অন্ধ্রপ্রদেশের তেনালিতে জন্ম তার। ২০১৩ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় হন। ওই বছরেই ফিলিপিন্সে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন আরেক প্রতিযোগিতায়। ২০১৬ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘রামন রাঘব ২.০’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় শোভিতার।
Post a Comment