ঘরে পিঁপড়ের সারি? জেনে নিন শুভ না অশুভ, কী ঘটতে চলেছে আপনার সঙ্গে!
ODD বাংলা ডেস্ক: এই নিয়ে কোনও সন্দেহ নেই যে পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও নিজের কাজে দক্ষ একটি প্রাণী। পিঁপড়ে কড়া নিয়মের মধ্যে নিজেদের জীবন কাটায়। এরা টিমওয়ার্কে বিশ্বাস করে এবং সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ঘরে অনেক সময়ই আমরা সার দিয়ে পিঁপড়ে যেতে দেখতে পাই। পিঁপড়ে খুব একটা ক্ষতিকর পতঙ্গ নয় বলে সাধারণত ঘরে পিঁপড়ে দেখতে পেলে তা নিয়ে মাথা ঘামাই না আমরা। তবে জ্যোতিষমতে ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার একটা অর্থ আছে। সেই বিষয়েই আজ আলোচনা করব আমরা।
জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে পিঁপড়ের সারি কোন ইঙ্গিত বহন করে আনে
* আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য ও সম্পদের যোগ রয়েছে।
* কালো আর লাল পিঁপড়ের আলাদা আলাদা তাত্পর্য রয়েছে। কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে।
* অন্যদিকে লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে বলে মনে করা হয়। তাই ঘরে লাল পিঁপড়ের সারি দেখলে কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই তা সরিয়ে দিন।
* তবে লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে বেরিয়ে আসে, তা কিন্তু ভালো লক্ষণ।
* কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে।
* যদি দেখেন চালের কৌটোর মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনি শিগগিরি কোনও সূত্র থেকে টাকা-পয়সা পেতে চলেছেন।
* আর গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি সোনাদানা পেতে চলেছেন।
* পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনে সুখ আসছে।
* কালো পিঁপড়ে মুখে চিনি নিয়ে সার বেঁধে গেলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে।
* ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে।
* তবে ঘরের পূর্বদিকে পিঁপড়ের সারি দেখতে পাওয়া কিন্তু মোটেও ভালো নয়। ঘরে পূর্বদিকে পিঁপড়ের সারি দেখার অর্থ আপনি কোনও খারাপ খবর পেতে চলেছেন।
* আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশযাত্রার সুযোগ প্রবল।
Post a Comment