শ্রাবণে শিবের অভিষেকের পর শরীরের তিন অঙ্গে লাগান সেই জল, দূর হবে রাহু-কেতুর দোষ

 


ODD বাংলা ডেস্ক: পঞ্জিকা অনুযায়ী এ বছরের শ্রাবণ বিশেষ। কারণ এ বার শ্রাবণ মাসেই মলমাস বা অধিক মাস থাকছে। শ্রাবণ মাসে নিয়িমিত শিবলিঙ্গে জল নিবেদন করে বেলপাতা, ধুতরো, ভাঙ, আকন্দ ফুল, দুধ, দই, মধু ইত্যাদি নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন। এর ফলে পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি ব্যক্তি নিজের জীবনে প্রচুর উন্নতি করে। শ্রাবণ মাস ও অন্যান্য সময়ে শিবলিঙ্গের পুজোর সময়ে জলাভিষেক করলে বিশেষ সুফল পাওয়া যায়।


তবে আপনারা কী জানেন শিবলিঙ্গের জলাভিষেকের পর সেই জলকে আঙুল দিয়ে তুলে শরীরে লাগালে শনি, রাহু, কেতু-সহ অন্যান্য গ্রহের পরিস্থিতি মজবুত হয়। এর পাশাপাশি ব্যক্তি সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে পারে। শিব পুরাণ অনুযায়ী জলাভিষেকের পর শিবলিঙ্গ থেকে প্রবাহিত জলকে কী ভীবে শরীরের কোন অঙ্গে লাগানো শুভ জেনে নিন।


শরীর এই তিন অংশে লাগান শিবকে নিবদিত জল


শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে জল নিবেদনের পর সেটি আঙুল দিয়ে স্পর্শ করে চোখ, কণ্ঠ ও মাথায় লাগাতে ভুলবেন না।


শিবলিঙ্গের জল শরীরের অঙ্গে লাগালে কী লাভ হতে পারে?


শিব পুরাণ অনুযায়ী শরীরের তিনটি অঙ্গ চোখ, মাথা ও কণ্ঠ অত্যন্ত জরুরি। এই তিন অঙ্গে শিবলিঙ্গে নিবেদিত জল লাগলে নব গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি কোষ্ঠীতে শনি, মঙ্গল, রাহু, কেতু, বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতির পরিস্থিতি মজবুত হয়। যার ফলে ব্যক্তি সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সমাজে তাঁদের মান-সম্মান বৃদ্ধি পায়। এর পাশাপাশি ধন-ধান্য বাড়ে।


জ্যোতিষ অনুযায়ী মস্তকে গ্রহের রাজা সূর্যের স্থান। চোখ ও রক্তে মঙ্গলের প্রভাব রয়েছে। জীভ, দাঁতে বুধ, মাথার ওপরে ও মুখে রাহুর প্রভাব থাকে। কণ্ঠে কেতুর প্রভাব বর্তমান। তাই এই সমস্ত অঙ্গে শিবকে নিবেদিত জল লাগালে শিবের আশীর্বাদ পাওয়া যায় ও গ্রহের দুষ্প্রভাব কমে।


শিবলিঙ্গে কী ভাবে জল নিবেদন করবেন?


শিবলিঙ্গে জল নিবেদনের কিছু বিশেষ নিয়ম রয়েছে। শাস্ত্র মতে উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। তামা, কাঁসা বা রুপোর পাত্র থেকে জল নিয়ে সবার আগে জলাধারীর ডান দিকে জল নিবেদন করুন, একে গণেশের স্থান বলা বয়। তার পর বাঁ দিক অর্থাৎ কার্তিকেয়র স্থানে জল নিবেদন করুন। তার পর মধ্যস্থানে জল নিবেদন করবেন। এটি শিবের পুত্রী অশোকসুন্দরীর স্থান। এবার গোলাকার স্থানে জল নিবেদন করবেন। এটি পার্বতীর হস্তকমল। অবশেষে শিব মন্ত্রোচ্চারণ করতে করতে শিবলিঙ্গে জল নিবেদন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.