ডাকলে ইঙ্গিতে সাড়া দিচ্ছেন, সকালে সিটি স্ক্যান সহ একাধিক টেস্ট হল বুদ্ধবাবুর
ODD বাংলা ডেস্ক: শনিবারের থেকে রবিবার অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সংকট কাটেনি প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্যের। ১০০ শতাংশ ভেন্টিলেশনেই আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বিঘ্নে কেটেছে রবিবারের রাত। সোমবারের সকালেই ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে করা হয়েছে বেশ কিছু রুটিন চেকআপ।বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক আশিষ পাত্র জানান, 'অবস্থা স্থিতিশীল হলেও সংকট কাটেনি। রবিবার নতুন করে আর জ্বর আসেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। অ্যান্টি বায়োটিক চলছে। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। কথা শুনতে ও বুঝতে পারছেন। এদিন সকালে তাঁর ফুসফুসের সিটি স্ক্যানের সঙ্গে সঙ্গে আর কিছু রক্তপরীক্ষা হয়েছে। এছাড়া এবিজি স্ক্যান অর্থাৎ আর্টারি ব্লাড গ্যাস অ্যানালিসিস। রিপোর্টগুলো দেখে তারপর সিদ্ধান্ত।' সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেকআপও হয়। কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
Post a Comment