ODD বাংলা ডেস্ক:প্রায় চার বছর পর ব্যর্থতার স্মৃতিকে ভুলিয়ে ফের একবার চন্দ্রযান-৩ মিশনের জন্য কোমর বেঁধে তৈরি ইসরো। শুক্রবার, ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে তৃতীয় চন্দ্র অন্বেষণ মিশন চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করতে প্রস্তুত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এখন পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে বিশ্বের তিন দেশ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। চন্দ্রযান-৩ মিশন সফল হলে তালিকায় চতুর্থ স্থানে নাম তুলে নেবে ভারত। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের আগে বৃহস্পতিবারই শুরু হচ্ছে কাউন্টডাউন।। বুধবার ইসরোর তরফে টুইট করে বলা হয়েছে "মিশন প্রস্তুতির পর্যালোচনা সম্পন্ন হয়েছে। রকেট উৎক্ষেপণ ছাড়পত্র দিয়েছে বোর্ড। বৃহস্পতিবার শুরু হচ্ছে কাউন্টডাউন।" ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের সময় বিগড়ে যায়। শেষ লগ্নে ব্যর্থ হয় অভিযান। এবারের চন্দ্রযান-৩ একটি ফলো আপ মিশন, জানিয়েছে ইসরো।
Post a Comment