করমণ্ডল বিপর্যয়ের জন্য কারা দায়ী? রেলের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ODD বাংলা ডেস্ক: পাঁচ পাঁচজন রেল কর্মীর গাফিলতির জেরেই ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। বালেশ্বর বিপর্যয়ের এক মাসের মাথায় স্পষ্ট হল তথ্য। যদিও রেল মন্ত্রকে জমা করা রেলওয়ে সেফটি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনতে রাজি নয় কর্তৃপক্ষ। তবে সূত্র মারফত খবর মিলেছে, মানুষের গাফিলতিকেই এখানে বড়সড় গলদ হিসেবে দেখছেন তদন্তকারীরা। রেল সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কেবলমাত্র সিগন্যালিং বিভাগই এর জন্য একমাত্র দায়ী নয়। নিরাপত্তা নিয়ে লেটেস্ট যে পরিবর্তনগুলি করা হয়েছিল, সেগুলিও সঠিকভাবে কার্যকর করা হয়নি এ ক্ষেত্রে। ফলে সার্বিকভাবে দোষ রয়েছে একাধিক বিভাগের। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত মিলেছে রেল সূত্রে। রেল সূত্রে খবর, সার্কিটে কোনও পরিবর্তন করা হয়নি। যে কর্মীরা পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন, তাঁরাও এই পরিবর্তন বাস্তবায়িত করার বিষয়টি এড়িয়ে গিয়েছেন। নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় গাফিলতি হয়েছে। কেবলমাত্র একজন নয়, এই প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তত পাঁচজন কর্মী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী।
Post a Comment