বিপদসীমার উপরে বইছে যমুনা, বন্যার আশঙ্কায় কাঁটা দিল্লিবাসী
ODD বাংলা ডেস্ক: যমুনার জল বিপদসীমা অতিক্রম করলেই, নীচু এলাকায় মানুষজনকে অন্যত্র সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আশঙ্কায় সত্যি প্রমাণতি হল। ভারী বৃষ্টির জেরে যমুনা নদীর জল বিপদসীমা অতিক্রম করতেই শুরু হয়েছে নদী সংলগ্ন নীচু এলাকার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেতে যমুনার জল বিপদসীমা ২০৫.৩৩ মিটার স্পর্শ করে।মঙ্গলবার সকালে জলস্তর ২০৬.৩২ মিটার স্পর্শ করতেই,যমুনা নদী সংলগ্ন নীচু স্থানগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে হরিয়ানার হথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ার ঘটনায়। এরপরেই বিপদের আশঙ্কায় নীচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করা হয় দিল্লি প্রশাসনের তরফে। দুর্গতদের রাজধানীর বিভিন্ন স্থানে খোলা ত্রাণ শিবির এবং কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।
Post a Comment