ডেঙ্গি নিয়ে জরুরী পদক্ষেপ রাজ্যের! বাংলাদেশ থেকে আগতদের ইমিগ্রেশনেই রক্ত পরীক্ষা

ODD বাংলা ডেস্ক: বর্ষা ঢুকতে না ঢুকতেই রাজ্যে ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। গত তিনদিনে পাঁচজনের মৃত্যু। মঙ্গলবার একসঙ্গে একদিনে তিনজনের মৃত্যুতে চিন্তার ভাঁজ কলকাতা পুরসভার কপালে। শহরে পতঙ্গবাহিত রোগের প্রকোপ বাড়ায় তড়িঘড়ি পদক্ষেপ পুরসভার। একইসঙ্গে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশনে রক্ত পরীক্ষার ব্যবস্থা করার প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছে পুরসভা। তাদের তরফ থেকে আর্জি করা হয়েছে ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে এরাজ্যে আসা যাত্রীদের রক্তপরীক্ষা করা হোক। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, 'বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা ডেঙ্গি পরিস্থিতির। বাংলাদেশ থেকে এদেশে আসা যাত্রীরা ডেঙ্গির ক্যারিয়ার হতে পারে। সেই জন্যই ইমিগ্রেশনে যদি রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয় সেখানেই ধরা পড়বে ডেঙ্গি সংক্রমণ। রাজ্য সরকারকে চিঠি দিয়ে কেন্দ্রের সঙ্গে বিষয়টি আলোচনা করার আর্জি জানানো হয়েছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.