আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই করুন এই টোটকা, বাড়ি আসবেন লক্ষ্মী
ODD বাংলা ডেস্ক: ভাগ্যোদয় ও জীবনে উন্নতি-সাফল্য লাভের জন্য আমরা নানান উপায় করে থাকি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পূজার্চনার পাশাপাশি বিভিন্ন ধরনের জ্যোতিষ টোটকার মাধ্যমে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় রাখার চেষ্টা করি। তবে রাতেও যে কিছু উপায় করলে ধন ও সুখ লাভ করা যায়, তা কী জানা আছে? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাতে কিছু উপায় করলে ব্যক্তির জীবন সুখ-শান্তিতে ভরে যায়। এর পাশাপাশি সেই ব্যক্তি ভাগ্যের সঙ্গ পেয়ে থাকে। রাতে কোন কোন উপায় আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে, তা জেনে নিন এখনই।
রাতে ঘুমাতে যাওয়ার আগে করুন এই কাজ
জ্যোতিষ মতে রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ভালো ভাবে ধুয়ে ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুতে যাওয়া উচিত। কারণ নোংরা পা নিয়ে বিছানায় উঠলে ও ঘুমালে আর্থিক অনটনের মুখোমুখি হতে পারেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে পোশাক পাল্টাতে ভুলবেন না। সারাদিন যে পোশাক পরে থাকেন, তা পাল্টে অন্য পোশাক পরে ঘুমানো উচিত। আবার নির্বস্ত্র হয়ে ঘুমাতে নেই। এর ফলে লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যেতে পারেন। এতে পরিবারের শ্রীবৃদ্ধি বাধিত হবে।
আবার কর্পূর জ্বালিয়ে ঘুমালে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। কর্পূর ইতিবাচক শক্তির বিস্তারে সাহায্য করে। এর ফলে সৌভাগ্যবৃদ্ধি সম্ভব হয়।
রাতে ঘুমানোর সময় প্রত্যেকে আলো নিভিয়ে ঘর অন্ধকার করে দেন। শাস্ত্র মতে অন্ধকার ঘরে লক্ষ্মী বাস করেন না। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির সব আলো নেভাতে নেই। কোনও একটি লাইট জ্বালিয়ে ঘুমাবেন।
আবার রাতে ঘুমানোর আগে কখনও টাকা গুণবেন না বা হিসেবনিকেশ করবেন না। মনে করা হয়, রাতে এই নিয়ম মান্য না-করলে লক্ষ্মী পুষ্ট হন ও আর্থিক লোকসান হয়।
রাতে জল খেয়ে ঘুমাতে ভুলবেন না। কখনও এঁটো মুখে ঘুমাতে নেই। জল পান করে ঘুমানোর অভ্যাসের কারণে বাড়িতে সুখ-সমৃদ্ধির পথ উন্মুক্ত হয়।
শাস্ত্রে দুধকে সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধের পাত্র কখনও খোলা ছাড়বেন না। কারণ এই অভ্যাস আপনার লোকসানকে আমন্ত্রণ জানাতে পারে। যা আপনাকে ক্রমশ আর্থিক অনটনের দিকে ঠেলে দেবে।
ঘুমানোর সময় বালিশের পাশে গ্যাজেট বা ধারযুক্ত জিনিস রাখবেন না। কারণ এর ফলে পরিবারে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
সাত্বিক মন্ত্র জপ করে ঘুমালে সুখনিদ্রা নিশ্চিত করতে পারবেন। এই মন্ত্র আপনার মন থেকে সমস্ত অশান্তি দূর করবে এবং ভাগ্যের সঙ্গ লাভের পথ প্রশস্ত হবে।
Post a Comment