সকাল সকাল প্রধানমন্ত্রীর বাসভবনের মাথায় উড়ছে ড্রোন, আতঙ্ক দিল্লিতে
ODD বাংলা ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের মাথায় আচমকাই উড়তে দেখা গেল ড্রোন। জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ রাজধানীতে ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনের মাথায় ড্রোনটিকে উড়তে দেখা যায়।প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের অফিসাররা এই ড্রোনটিকে প্রথমে চিহ্নিত করেন। এরপর খবর দেওয়া হয় দিল্লি পুলিশে। দ্রুত ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছয় দিল্লি পুলিশের বড় টিম।উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বাসভবন এবং সংলগ্ন এলাকা রেড জোন অর্থাৎ নো ফ্লাই জোনের আওতায় পড়ে। এই এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ। সেখানে কী ভাবে একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ওড়ানো হল, কোথা থেকে সেটি এল, সবটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
Post a Comment