ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি! কেমন থাকবে কলকাতার আবহাওয়া
ODD বাংলা ডেস্ক: উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিলে এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির লেশ মাত্র নেই। যেটা আছে, তা হল তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত এ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির রেহাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মুষলধারায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ৪ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি তিন জেলায়। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
Post a Comment