৪৫ বছরে এই প্রথম! যমুনার জলে ভাসছে তাজমহল

ODD বাংলা ডেস্ক: ৪৫ বছরে এই প্রথম। যমুনা নদীর জল পৌঁছে গেল তাজমহলের গোড়ায়। জল থই থই তাজমহল চত্বর। ভাসছে এই জগৎবিখ্যাত সৌধের সামনের অংশ। জলমগ্ন তাজমহলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্য়েই। জানা গিয়েছে, বিগত ৪৫ বছরের মধ্যে এমনটা কখনও হয়নি। যমুনা নদীর জল এতটাই ফুঁসে উঠেছে, তাজমহলের পিছনদিকের বাগান সম্পূর্ণ ডুবে গিয়েছে। সাধারণত ৪৯৫ ফুট থাকে যমুনার জল। কিন্তু, তা বেড়ে ৪৯৭.৯ ফুট পর্যন্ত পৌঁছে যাওয়ায়, তাজমহল চত্বর জলমগ্ন। যমুনার নদীর জল উপচে পড়ে বানভাসি দিল্লি। এবার সেই জল দিল্লি পেরিয়ে প্রবেশ করল আগ্রাতেও। কেবলমাত্র তাজমহল নয়, ভেসে গিয়েছে দশেরা ঘাটও। এ ছাড়াও ইদমাত-উদ-দউলার সমাধিস্থলও জলে ভাসছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কলা গুমবাদ এবং চিনি কা রউজার মতো সৌধগুলি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। যে কোনও মুহূর্তে যমুনা নদীর জল ঢুকে এই সৌধগুলি নষ্ট করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.