রাজপথ ভাসল যমুনার জলে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কার্যত বন্যা পরিস্থিতি!


ODD বাংলা ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল-উত্তরাখণ্ড। গত কয়েকদিনের তুমুল বর্ষণে যমুনার জল বইছে বিপদসীমা পেরিয়ে। এক রাতের মধ্যে এতটাই বেড়েছে জল যে দিল্লির রাজপথ পরিণত হয়েছে জলপথে। এমনকী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনেও রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। টানা ভারি বর্ষণের জেরে ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বইছে যমুনা নদীর ‍পনি। দুকূল উপচে আশেপাশের অঞ্চলগুলিও প্লাবিত হয়েছে। আজ সকাল ৭টার রিপোর্ট অনুযায়ী, জলস্তর ছিল ২০৮.৪৬ মিটার। হরিয়ানার হথনিকুন্ড ব্যারেজ নদীতে জল ছাড়ায় প্রায় বিপদসীমার তিন মিটার ওপরে বইছে জল। যদিও অরবিন্দ কেজরিওয়াল সরকার কেন্দ্রের কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার এবং ব্যারেজ থেকে জল না ছাড়ার জন্য অনুরোধ করেছিল। যদিও ব্যারেজে জলের চাপ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের তরফে বলা হয় অতিরিক্ত জল ছেড়ে দিতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.