শ্রীলঙ্কায় হৃদরোগে আক্রান্ত প্রাক্তন ইসরো প্রধান কস্তুরীরঙ্গন, দ্রুত আনা হল বেঙ্গালুরুতে


ODD বাংলা ডেস্ক: শ্রীলঙ্কায় হৃদরোগে আক্রান্ত হলেন প্রাক্তন ইসরো প্রধান ও নিউ এডুকেশন পলিসির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় বেঙ্গালুরুতে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।হাসপাতালের তরফে দেওয়া মেডিক্য়াল বুলেটিনে জানানো হয়েছে, "চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁর শরীরের পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন। " ড:দেবী শেঠির তত্ত্বাবধানে নারায়না হৃদয়ালয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে সূত্রের খবর।পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী প্রাপক ৮৩ বছর বয়সী কস্তরীরঙ্গন আগে দায়িত্ব সামলেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান এবং এনআইআইটির (NIIT) চ্যালেন্সর পদেও আসীন ছিলেন। কস্তুরীরঙ্গন ১৯৯৪ থেকে ২০০৩ সালের মধ্যে ইসরো প্রধান হিসেবে ভারতের মহাকাশ কর্মসূচি পরিচালনা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.