পুজোর আগে বড় সুখবর, ৮০ হাজার দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

ODD বাংলা ডেস্ক: পুজোর আগে বড় পদক্ষেপ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এবার হকারদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পুজোর আগেই ঘরে ঘরে সুখবর। মানবিক পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জানা যাচ্ছে, রাজ্যের সব পুরসভা ও পুরনিগম এলাকার হকারদের দেওয়া হবে বিশেষ সুযোগ। আশা করা হচ্ছে রাজ্য সরকারে এই নতুন স্কিমে আসন্ন পুজোর মুখে হাসি চওড়া হবে রাজ্যের হকারদের ও পরিবারের মুখ। পুজো মানেই জামাকাপড় কেনার ধুম। এই সময়টা একটু রোজগারের মুখ দেখে হকার বা ছোট ব্যবসায়ীরা। তবে হাতে টাকা কম থাকলে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকে না। অনেকেই পুঁজির অভাবে ব্যবসা বাড়াতে পারেন না। তাই সেইসব হকারদের স্বাবলম্বী করে তুলতে তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, প্রথম দফায় দেওয়া হবে ১০ হাজার টাকা। সেই ঋণ পরিশোধ করতে পারলে দেওয়া হবে পরের দফার ঋণ। এই পরিমাণ হল ২০ হাজার টাকা। এবং এই ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা হল ১ বছর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.