জীবন ধ্বংস করে দিতে পারে গুরু চণ্ডাল দোষ, সবচেয়ে বেশি ক্ষতি হয় এই রাশির!
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র গ্রহ-নক্ষত্রের স্থান পরিবর্তন মাত্রেই একাধিক শুভ-অশুভ যোগ নির্মাণ প্রসঙ্গে জানা যায়। সমস্ত ব্যক্তির কোষ্ঠীতে এর প্রভাব পড়ে। কোষ্ঠীর শুভ স্থানে উপস্থিত গ্রহ শুভ ফলাফল প্রদান করে। আবার অশুভ স্থানে যে গ্রহ থাকে, তার দ্বারা অশুভ ফল লাভ করা যায়। এই অশুভ গ্রহ, যোগ ও তার প্রভাব ব্যক্তির জীবনকে বিশেষ ভাবে প্রভাবিত করে। দেবগুরু বৃহস্পতি ছায়া গ্রহ রাহুর সঙ্গে যুতি করলে এমনই অশুভ গুরু চণ্ডাল যোগ নির্মিত হয়।
গুরু চণ্ডাল দোষের সংকেত
জ্যোতিষ শাস্ত্রে গুরু চণ্ডাল দোষকে ধ্বংসাত্মক মনে করা হয়। জ্যোতিষ অনুযায়ী এই দোষের কারণে কোষ্ঠীর অন্যান্য শুভ যোগ নষ্ট হয়ে যায়। যার ফলে ব্যক্তির জীবনে একাধিক কঠিন পরিস্থিতি দেখা দিতে পারে। আবার এই দোষ থাকলে ব্যক্তির অর্থ অপ্রয়োজনীয় কাজে ব্যয় হয়। আবার এই যোগের প্রভাবে ব্যক্তির মান-সম্মান হানি হতে পারে।
এ ছাড়াও এই অশুভ যোগের প্রভাবে জাতকের ব্যবসা, চাকরিক্ষেত্রে বড়সড় লোকসানের শিকার হতে হয়। অন্য দিকে গুরু চণ্ডাল যোগে রাহুর প্রভাব বেশি থাকলে ব্যক্তি ভুল সঙ্গতে জড়িয়ে পড়ে। সন্তানের জীবনের সুখ-শান্তি শেষ করে দেয়। উল্লেখ্য গুরু চণ্ডাল দোষ কালসর্প দোষের চেয়েও বেশি ভয়াবহ পরিণাম প্রদান করে।
এই রাশির জাতকদের ওপর সবচেয়ে বেশি প্রভাব
মেষ রাশিতে রাহু ও বৃহস্পতির জুটির ফলে গুরু চণ্ডাল দোষ নির্মিত হয়েছে। তাই এই দোষের নেতিবাচক প্রভাব মেষ রাশির জাতকদের বেশি সহ্য করতে হবে। গুরু চণ্ডাল দোষ মেষ রাশির জাতকদের সমস্যায় ফেলবে। এই যোগের কারণে বুদ্ধি বিভ্রান্ত হবে এই রাশির জাতকদের। অন্য দিকে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও তর্ক শক্তি প্রভাবিত হতে পারে।
অন্য দিকে গুরু চণ্ডাল দোষের কারণে মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। এ সময়ে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। তা না-হলে বড়সড় লোকসান হতে পারে। আপনারা জীবনের কোনও বড় সিদ্ধান্ত এখনই নেবেন না। আবার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও মেষ রাশির জাতকরা সমস্যায় পড়বেন। আবার ব্যবসায়ীদের জন্য সময় ভালো নয়। লোকসানের সম্ভাবনা রয়েছে।
গুরু চণ্ডাল দোষের প্রভাব থেকে মুক্তির উপায়
শাস্ত্রে এই দোষের প্রভাব থেকে মুক্তির উপায় জানানো হয়েছে। বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি ও শ্রী হরি বিষ্ণুর পুজো করুন। আবার বৃহস্পতিবার বিষ্ণুকে হলুদ জিনিস নিবেদন করুন। আবার গুড় ও ছোলার ভোগ নিবেদন করুন। প্রতিদিন গায়ত্রী মন্ত্র বা ওম গুরুবে নমঃ মন্ত্র জপ করলেও সুফল পাবেন। এর ফলে গুরু চণ্ডাল দোষের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে।
Post a Comment