হিমাচলে বেড়াতে গিয়ে আটকে আপনজন? ফোন করুন এই নম্বরগুলিতে
ODD বাংলা ডেস্ক:ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি সহ একাধিক রাজ্য। সবেচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশে। তার জেরে আটকে পড়েছে বহু পর্যটক। হিমাচলে ঘুরতে যাওয়া প্রিয়জনের খোঁজ পেতে পুলিশের তরফে দেওয়া হয়েছে বেশ কয়েকটি টেলিফোন নম্বর। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আটকে পড়া পর্যটকদের পরিবার।0177-2621714, 0177-2621746, 0177-2621796, 0177-2621614- এই নম্বরগুলিতে ফোন করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দেওয়া হয়েছে আশ্বাস। এদিকে, হিমাচলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে সবকরমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন।গত কয়েদিনে টানা বৃষ্টির জেরে বেহাল অবস্থা হিমাচল প্রদেশে। বৃষ্টির জেরে একাধিক রাস্তায় নেমেছে ধস। বন্ধ হয়ে গেছে রাজ্যের ৮০০-র বেশি রাস্তা। প্রভাব পড়েছে পরিবহণেও। বন্ধ রাখা হয়েছে সরকারি যানবাহন চলাচল। ধস ও বৃষ্টির জেরে একাধিক জায়গায় আটকে রয়েছে সাড়ে পাঁচশোর বেশি বাস।
Post a Comment