এ কোন অশনি সংকেত? উত্তাল বিপাসা নদীতে ডুবছে পঞ্চভক্ত্রা মন্দির!

ODD বাংলা ডেস্ক: ভরা বর্ষায় চরম দুর্যোগ চলছে হিমাচল প্রদেশে। নাগাড়ে চলছে বৃষ্টিপাত। তার মধ্যেই নয়টি হড়পা বান আছড়ে পড়েছে পর পর। একের পর এক রাস্তা ধসের জেরে বন্ধ। ফুঁসছে বিপাসা নদী। ভেসে গিয়েছে রাস্তা-ঘাট, ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে বিপর্যয়ের আশঙ্কায়।একটু একটু করে ডলের নীচে ডুবে যাচ্ছে পঞ্চভক্ত্রা মন্দির। হড়পা বান আর ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশের এই চিত্র দেখে শিউরে উঠছেন সকলেই। আশঙ্কিত ভক্তরা। ভয়াবহ দুর্যোগে প্রায় ডুবে যাওয়া মন্দিরের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এ কি তবে কোনও অশনি সংকেত?বিপাসা নদীতে ক্রমশ ডুবতে থাকা মান্ডি এলাকার জাগ্রত পঞ্চভক্ত্রা মন্দিরের এ হেন দৃশ্য দেখে আতঙ্কে ভুগছেন বহু ভক্ত। অসংখ্য ভক্ত নিত্যদিনই এই মন্দিরে পুজো দিতে আসেন। কিন্তু, দুর্যোগের জেরে ফুলে ফেঁপে ওঠা বিপাসা নদী এবং তাঁর মন্দিরে এই পরিস্থিতি দেখেত আঁৎকে উঠেছেন ভক্তরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, চতুর্দিকে বইছে উত্তাল বিপাসা নদীর জল, চলছে হড়পা বান। আর তার মাঝেই ডুবে রয়েছে পঞ্চভক্ত্রা মন্দিরের অধিকাংশ। মন্দিরের সেবায়েতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। এই দুর্যোগ নিয়ে অশনি সংকেত দেখছেন অনেকেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.