কবে চাঁদের মাটিতে প্রবেশ চন্দ্রযান-৩-এর ? জানা গেল দিনক্ষণ

ODD বাংলা ডেস্ক: পৃথিবীর চারদিকে চক্কর কাটার প্রক্রিয়া প্রায় শেষ চন্দ্রযান-৩-এর। এবার ১ অগাস্ট ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে চাঁদের পথের দিকে সেটিকে এগিয়ে দেওয়া হবে। ইসরোর তরফে জানানো হয়েছে, ঘর ছেড়ে বেরনোর সময় এসে গিয়েছে। সোমবার চাঁদের কক্ষপথের দিকে ঠেলে দেওয়া হবে এই মহাকাশযানকে। সোমবার ১ অগাস্ট ট্রান্সলুনার ইঞ্জেকশন প্রক্রিয়া শুরু হওয়ার পর চাঁদের দিকে এগিয়ে চলবে চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথে প্রবেশ করতে সময় লাগবে মোটামুটি ছয় দিন।সোমবার মধ্যরাতে ট্রান্সলুনার ইঞ্জেকজন প্রক্রিয়া সম্পন্ন করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশযানটিকে ঠেলে চাঁদের কক্ষপথের দিকে পাঠানোর জন্য এই প্রক্রিয়াটি চলবে মোটামুটি ২৮ থেকে ৩১ মিনিট। পৃথিবীর শেষ কক্ষপথের যে বিন্দু থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবথেক কম অর্থাৎ পেরিজিতে চন্দ্রযান-৩ থাকাকালীন সেটিকে ধাক্কা দিয়ে চাঁদের দিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.