চাঁদের কত কাছাকাছি পৌঁছল ভারতের চন্দ্রযান ৩? মিশনের সাফল্য নিয়ে বড় আপডেট ISROর


ODD বাংলা ডেস্ক: কেটে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়...এখন কোথায় রয়েছে চন্দ্রযান ৩? তা চাঁদের কত কাছাকাছিই বা পৌঁছল? সাফল্যের থেকে কতটা দূরে রয়েছে এই মহাকাশযান?ইসরো জানিয়েছে, এখনও পর্যন্ত চন্দ্রযান ৩-এর 'স্বাস্থ্য' ভালো রয়েছে। বেঙ্গালুরুতে ইসরোতে প্রথম কক্ষপথ উত্থাপন কৌশল বা আর্থবাউন্ড ফায়ারিং ১ সফলভাবে সঞ্চালিত হয়েছে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযানটি ৪১৭৬২x১৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে।ইসরোর এই তথ্যে স্পষ্ট যে ভারতের ‘মুুন মিশন’ ধীরে ধীরে সফল হওয়ার পথে এগোচ্ছে। এখনও পর্যন্ত চন্দ্রযান ৩ সুস্বাস্থ্যের অধিকারী। কোনও ক্ষতি তার হয়নি।LVM3 রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩। এই মহাকাশযানটির চাঁদে পৌঁছতে সময় লাগবে প্রায় ৪০ দিন মতো। আগামী ২৩- ২৪ অগাস্টের মধ্যে তা ল্যান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে। এই চন্দ্রযানটি দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে। এখনও পর্যন্ত চাঁদের এই অংশে পৌঁছতে পারেনি কোনও দেশই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.