চাঁদের পর এবার সূর্য মিশনে যাবে ISRO
ODD বাংলা ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগাস্ট মাসেই চাঁদের বুকে অবতরণ করতে চলেছে ভারতের 'চন্দ্রযান ৩'। কিন্তু, শুধু 'মুন মিস্ট্রি'-র সমাধান নয়, এখন ইসরোর কাছে বড় চ্যালেঞ্জ সৌর মিশন। আগামী ২৬ অগাস্ট ইসরো সৌর মিশন 'আদিত্য এল ১' লঞ্চ করতে পারে, জানা যাচ্ছে এমনটাই।২০২০ সালেই এই মিশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়। এই অভিযানের জন্য ক্রমাগত কাজ করে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ২০২৩ সালে ২৬ অগাস্ট এই মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই মিশনে ভারতের অন্যতম হাতিয়ার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)।এই মিশনের উদ্দেশ্য সৌরজগৎ নিয়ে অনুসন্ধান চালানো এবং এই মহাকাশযানটিকে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ান দূরে পাঠানো।
Post a Comment