সৌর অভিযানে ISRO, এবার হবে সূর্যদেবের রহস্য ভেদ
ODD বাংলা ডেস্ক: চাঁদের পর এবার সৌর জগতের যাবতীয় রহস্য সমাধানের জন্য উদ্যোগী হবে ISRO। করোনার জন্য দীর্ঘদিন থমকে ছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থার অন্যতম স্বপ্নের উড়ান 'আদিত্য এল ওয়ান মিশন', যা সৌর জগতের যাবতীয় রহস্যের সমাধান করতে চলেছে। এটাই ভারতের প্রথম সৌর অভিযান হতে চলেছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর PSLV রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দেবে 'আদিত্য এল ওয়ান'।ISRO-র থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক, পৃথিবী থেকে ১.৫ কিলোমিটার দূরে প্রতিস্থাপিত করা হবে এই মহাকাশযানটিকে। তা এমন জায়গায় অবস্থান করবে যেখান থেকে কোনও বাধা ছাড়াই সৌরজগতকে আরও সুস্পষ্টভাবে দেখা সম্ভব হবে। ভারতের আবহাওয়ার উপর ঠিক কী প্রভাব ফেলছে সূর্য, সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে এই মিশনটি সফল হলে।আদিত্য এল ওয়ান মিশনের মূল লক্ষ্য হল- মহাকাশের আবহাওয়া সম্পর্কে একটি সুস্পষ্ট তথ্য দেওয়া। প্রথমে এটি পৃথিবীর নিম্নকক্ষে প্রতিস্থাপন করা হবে। এরপর ধীরে ধীরে তাকে এল ওয়ান পয়েন্টে নিয়ে যাওয়া হবে।পৃথিবীর মাধাকর্ষণ শক্তির বাইরে যাওয়ার পরেই এই সৌরযানের মূল চ্যালেঞ্জ শুরু হতে চলেছে। তা সফলভাবে নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপিত করার পদ্ধতি অত্যন্ত জটিল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
Post a Comment