জুনের ঘাটতি পূরণ করে দিল জুলাইয়ের বৃষ্টিপাত, ভারী বর্ষণ আর কতদিন

ODD বাংলা ডেস্ক: ঘাটতি ছাপিয়ে মারাত্মক বৃষ্টি হয়েছে দেশজুড়ে। স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে জুলাই মাসে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জুন মাসে যেখানে ১০ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল, সেখানে জুলাইতে তা পূরণ হয়ে ৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ৩৫ দিনের টানা ভারী বৃর্ষণে এই অসাধ্য সাধন হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।এদিকে, আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, বর্ষার এই খেলা আপাতত সাঙ্গ হতে চলেছে। আপাতত অগাস্টের ৬-৭ তারিখের মধ্যে বৃষ্টি অনেকটাই কমবে। ইতিমধ্যেই দক্ষিণ এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে এসেছে। গত দু'দিনে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হচ্ছে।এল নিনোর চোখ রাঙানির মাঝেও দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে জুলাই মাসে। যদিও অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে এল নিনোর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যেই চলতি বছরের বৃষ্টির পরিমাণ ঘোরাফেরা করবে। যা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে।IMD জানাচ্ছে, এ বছর সক্রিয়ভাবে বর্ষা শুরু হয়েছিল গত ২৪ জুন। পরবর্তী ৩৪ দিন অর্থাৎ গত ২৮ জুলাই পর্যন্ত স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.