জাঙ্ক ফুড মানুষের এত পছন্দ হওয়ার কারণ কী?

 


ODD বাংলা ডেস্ক: জেনে নেয়া যাক কেন মানুষ জাঙ্ক ফুডে আসক্ত হন-


তৃপ্তি অনুভব হওয়া 


জাঙ্ক ফুড খেতে সুস্বাদু। মিষ্টি হোক বা নোনতা, স্বাদের তৃষ্ণা মেটায়। মানুষ যখন জাঙ্ক ফুড খায় তখন এটি , স্বাদের সঙ্গে প্লেজার দেয়। সেজন্য মানুষ এতে বেশি আকৃষ্ট হয়।


জাঙ্ক ফুড সহজেই পাওয়া যায়


জাঙ্ক ফুড তৈরি করা সহজ এবং বাজারে সহজলভ্য। দৌড়াদৌড়ির জীবনে মানুষ যখন রান্না করার সময় পায় না, তখন তারা পেট ভরার বিকল্প হিসেবে জাঙ্ক ফুড বেছে নেয়।


কম বাজেটে জাঙ্ক ফুড পাওয়া যায়


কিছু ক্ষেত্রে লোকেরা জাঙ্ক ফুড বেছে নেয় কারণ এটি স্বাস্থ্যকর খাবারের চেয়ে সস্তা। এর ফলে এটি কম বাজেটের মানুষের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলে।


অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার সঙ্গেও অনেক ঝুঁকি জড়িত। এটি সেবনের ফলে স্থূলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই সপ্তাহে মাত্র একবার জাঙ্ক ফুড খান এবং খাওয়ার পর ব্যায়াম করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.