টাকা নেই, জামিন চান অনুব্রতর সু-কন্যা
ODD বাংলা ডেস্ক: বাবার মতো মেয়ের বিরুদ্ধেও গোরু পাচারে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বাবার মতো সেই মেয়েও আদালতে দাবি করলেন, তাঁর হাতে টাকা নেই। নিজের আইনজীবীদের ফি দিতেও অপারগ তিনি। সোমবার দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে এমনই যুক্তি দেওয়া হলো অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলের তরফে। ইডির হাতে গ্রেপ্তার হয়ে কেষ্টর মতো আপাতত দিল্লির তিহার সংশোধনাগারে রয়েছেন সুকন্যা।এদিন তাঁর তরফে আর্জি জানানো হয়, আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে তাঁকে ছ'সপ্তাহের জন্য জন্য জামিন দেওয়া হোক। লিখিত আবেদনে এও বলা হয়েছে, তিনি নিজের আইনজীবীদের ফি দিতে অপারগ। কোনও নামী আইনজীবীকে নিয়োগ করার মতোও টাকা তাঁর হাতে নেই। রাউজ় অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং এই আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করে ইডির জবাব তলব করেছেন।
Post a Comment