রাজ্যজুড়ে ৫ দিন বন্ধ মদের দোকান! খোলা যাবে না পানশালাও
ODD বাংলা ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় বন্ধ থাকবে মদের দোকান, খোলা যাবে না পানশালাও। এমনকী হোটেল-রিসর্টে মদ পরিবেশনও বন্ধ রাখতে হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। আবগারি দফতরের কর্তারা বলছেন, নিয়ম মতোই ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে মদ কেনাবেচা। পাশাপাশি ১০ জুলাই পুনর্নিবাচন যে সব জায়গায় হবে, সেখানেও মদ বিক্রি বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রায় সমস্ত পর্যটনকেন্দ্রেই মদ কেনাবেচা বন্ধ থাকবে। সব মিলিয়ে প্রায় ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান। এই খবরে মন খারাপ 'সুরা-রসিকদের'। সপ্তাহন্তে পানশালায় কাটাতে না পারায় চিন্তায় পড়েছেন অনেকেই।সব মিলিয়ে ৫ দিন ধরে মদ বেচাকেনার উপর প্রভাব পড়তে চলেছে।
Post a Comment