ঘনিয়ে আসছে দুর্যোগের মেঘ, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

ODD বাংলা ডেস্ক: সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। গতকাল বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণে। আজও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।মৌসম ভবন জানিয়েছে, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে ওড়িশা, ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে বেশ ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপটির সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি পর্যন্ত উচ্চতা জুড়ে বিস্তৃত আছে। এদিকে রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা ওড়িশার নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে চলেছে। এই আবহে এই ছয় জেলায় জারি হলুদ সতর্কতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.