ভোটের দিন ঘরে এল 'লক্ষ্মী', নাম দেওয়া হল মমতা

ODD বাংলা ডেস্ক: ভোটের দিন সকাল থেকেই তপ্ত ছিল রাজ্যের পরিস্থিতি। ঝরেছে একাধিক প্রাণ। কিন্তু, হিংসার মধ্যে জন্ম নিল একটি ফুটফুটে প্রাণ। তাঁর রাখা হল মমতা। ঘটনাটি মালদার গাজোলের। জানা গিয়েছে, সন্তানসম্ভবা মালদার গাজলের বাসিন্দা লক্ষ্মী ভুঁইমালি কিছুদিন যাবত বাপের বাড়িতেই ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে।শুক্রবার দুপুরে লক্ষ্মীকে মালদার গাজোলের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। জানা গিয়েছে, মা এবং সন্তান দুই জনেই সুস্থ রয়েছেন। এদিকে লক্ষ্মীর সন্তান হয়েছে জেনে তড়িঘড়ি ভোট দিয়ে মা এবং মেয়েকে দেখতে আসেন তাঁর স্বামী। খুশির হাওয়া বইছে ওই পরিবারে। এরপরেই লক্ষ্মী এবং তাঁর স্বামী পলাশ মেয়ের নাম মমতা রাখার সিদ্ধান্ত নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.