একই দিনে প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি, শিব-শনির কৃপায় সাফল্যের চূড়ায় ৫ রাশি!
ODD বাংলা ডেস্ক: প্রতি মাসে একটি করে মাসিক শিবরাত্রি পালিত হয়। আষাঢ় মাসের মাসিক শিবরাত্রি ১৫ জুলাই শনিবার পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এখন শ্রাবণ মাস চলছে। স্বাভাবিক ভাবেই এই মাসিক শিবরাত্রি শ্রাবণ শিবরাত্রি হিসেবে পরিচিতি। যার ফলে এই মাসিক শিবরাত্রির মাহাত্ম্য বেড়ে গিয়েছে বহুগুণ। মাসিক শিবরাত্রিতে অত্যন্ত শুভ একটি যোগ তৈরি হয়েছে, এটি হল বৃদ্ধি যোগ। আবার এই দিনই প্রদোষ ব্রত পালিত হবে। শনিবার হওয়ায় এটি শনি প্রদোষ ব্রত। জ্যোতিষ অনুযায়ী একই দিনে মাসিক শিবরাত্রি ও প্রদোষ ব্রত হওয়ায় এই তিথির মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। আবার এর পরের দিন সূর্য কর্কট রাশিতে গোচর করবে। যা অত্যন্ত শুভ সংযোগ। এই মাসিক শিবরাত্রি বেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। কোন কোন রাশি এই তালিকায় জেনে নিন।
সিংহ রাশি
শ্রাবণ মাসের শিবরাত্রি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত সৌভাগ্যবান প্রমাণিত হবে। শিবের আশীর্বাদে কোনও নতুন কাজ বা ব্যবসা শুরু করতে পারেন। আবার নতুন চাকরির খোঁজে থাকলে, আপনার সন্ধান পূর্ণ হবে। আপনাদের আয় বাড়বে। এর পাশাপাশি ধন লাভের ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আপনাদের ব্যবসা সম্প্রসারণ হবে। এ সময়ে কোনও বড়সড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। যার ফলে ভবিষ্যতে লাভ হবে।
কন্যা রাশি
মাসিক শিবরাত্রি উপলক্ষে কন্যা রাশির জাতকদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সংবাদ পেতে পারেন। পরিবারে কোনও নতুন সদস্যের আগমন সম্ভব। এই রাশির যে জাতকরা সন্তান সুখ লাভ থেকে বঞ্চিত থেকে গেছেন, তাঁরা এবার সুসংবাদ পাবেন। আবার এই রাশির চাকরিজীবী জাতকরা সহকর্মীদের কাছ থেকে সমস্ত ধরনের সহযোগিতা লাভ করবেন। পরিবারের সাহায্য পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে।
ধনু রাশি
শিবের আশীর্বাদে নিজের পছন্দের জীবনসঙ্গী পাবেন এই রাশির জাতক। প্রেম জীবনে সম্পর্ক আগের চেয়েও বেশি মজবুত হবে। এই রাশির ব্যবসায়ীরা কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। আবার ব্যবসা সম্প্রসারণ করে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। এই রাশির জাতকদের জন্য সাফল্যের যোগ তৈরি হচ্ছে। সমাজে সকলের মাঝে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে আনন্দের পরিবশ গড়ে উঠবে।
মকর রাশি
মাসিক শিবরাত্রি ও বৃদ্ধি যোগের শুভ প্রভাবে মকর রাশির জাতকরা কোনও সুসংবাদ পেতে পারেন। এই রাশির চাকরিজীবী জাতকরা কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন। আবার আপনার কাজ সকলে পছন্দ করবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। আবার এই রাশির ছাত্ররা কোনও ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভরতির ডাক পেতে পারেন। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে বিশেষ সংবাদ পেতে পারেন। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে জীবন উপভোগ করবেন।
কুম্ভ রাশি
বৃদ্ধি যোগের শুভ প্রভাবে কুম্ভ রাশির জাতকরা জীবনে সাফল্য লাভ করতে পারবেন। আবার এই রাশির যে জাতকরা সরকারি চাকরির সঙ্গে জড়িত, তাঁরা ভালো সংবাদ পেতে পারেন। শিক্ষা ও প্রতিযোগিতার সঙ্গে জড়িত জাতকদের জন্য শ্রাবণ মাসটি সুসংবাদ নিয়ে আসছে। এই রাশির যে জাতকরা কর্মক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছিলেন, তাঁরা এবার অনুকূল ফল ও পরিবেশ পাবেন। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। সন্তানের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।
Post a Comment