ঐতিহ্যবাহী রীতিতে কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
ODD বাংলা ডেস্ক: ঐতিহ্যবাহী রীতি মেনে একটি কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর এক মেয়র। কনের পোশাক পরা কুমিরকে কোলে নিয়ে ঘোরার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে। কুমিরটিকে তিনি 'লিটল প্রিন্সেস' বলে আখ্যা দিয়েছেন এবং এটি তার সম্প্রদায়ের জন্য সৌভাগ্য বয়ে আনবে বলে মনে করছেন।
মেক্সিকোর এই মেয়রের নাম ভিক্তর হুগো সোসা যে কাইমান প্রজাতির কুমিরটিকে বিয়ে করেছেন, সেটির নাম অ্যালিসিয়া আদ্রিয়ানা। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ব্যক্তিদের ভাষ্যমতে, 'এই জুটি একে অপরকে ভালোবেসেছেন।'
সাউদার্ন মেক্সিকোর ওহাকা রাজ্যের সান পেদ্রো হুয়ামেলুলা শহরে, যেখানে আদিবাসী চোনতাল গোষ্ঠীর বসবাস, সেখানে এই অদ্ভুত বিয়ে অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মেয়র ভিক্তর বলেন, "এটা দুটি সংস্কৃতির পুনর্মিলন। হুয়াভেস এবং চোনতাল গোষ্ঠীর (আদিবাসী গোষ্ঠী) পুনর্মিলন।"
বিয়ের আচার পালনের সময় ভিক্তর বলেন, "আমি দায়িত্ব নিচ্ছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি। এজন্যেই এটা গুরুত্বপূর্ণ। আর ভালোবাসা ছাড়া বিয়ে হওয়া সম্ভব না...আমি এই প্রিন্সেস গার্লের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে রাজি।"
বিয়ের পর মেয়র এই সরীসৃপটিক কোলে নিয়ে শহরে হেঁটে বেড়ান। গ্রামবাসীদের মধ্য দিয়ে যাওয়ার সময় নিরাপত্তাজনিত কারণে কুমিরটির মুখ বেঁধে রাখা হয়েছিল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মেয়রকে ওই কুমিরের মাথায় চুমু দিতে দেখা যায়। এরপরে গ্রামবাসীরা কুমিরটিকে সঙ্গে নিয়ে নাচগান করেন।
বিয়ের জন্য শুধু যে বরই সজ্জিত হয়েছিলেন তা নয়, কুমিরটিও সেজেছিল বাহারি পোশাকে। কুমিরটিকে পরানো হয়েছিল সবুজ রঙ এর স্কার্ট, বর্ণিল মেক্সিকান হ্যান্ড-এম্ব্রয়ডারড টিউনিক এবং রিবন ও সিকুইন্সে তৈরি একটি হেডড্রেস। পরবর্তীতে বিয়ের আচার-অনুষ্ঠানের জন্য কুমিরটিকে সাদা বিয়ের কস্টিউম পরানো হয়, সাথে আবার একটি ওড়নাও ছিল! এই পোশাকে সাজিয়ে তাকে স্থানীয় টাউন হলে নিয়ে যাওয়া হয়।
আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সম্প্রিতি বজায় রাখা এবং সুখে-শান্তিতে বসবাসের জন্য এ অঞ্চলে একজন পুরুষের সাথে কাইমান প্রজাতির মেয়ে কুমিরের বিয়ের ঘটনা ঘটেছিল ২৩০ বছর আগে।
সান পেদ্রো হুয়ামেলুলার একজন কাহিনীকার হাইমে জারাতে বলেন, "এই বিয়ের মাধ্যমে দুই পক্ষই মাদার আর্থ এর সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি করবে, বৃষ্টির জন্য, ফসলের অঙ্কুরোদগমের জন্য প্রার্থনা করবে, চোনতালদের মধ্যে শান্তি বজায় থাকে এমন সবকিছুর জন্য প্রার্থনা করবে।"
এ বিয়েতে কনে সাজানো হয়েছে যে সাত বছর বয়সী কুমিরটিকে, সেটিকে মাদার আর্থ এর সঙ্গে সম্পৃক্ত একটি দেবীর প্রতিনিধি হিসেবে মনে করছেন স্থানীয়রা। আর এই বিয়ে এই সম্প্রদায়ের মধ্যে সমৃদ্ধি বয়ে আনবে।
Post a Comment