শারীরিক অবস্থার উন্নতি, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

ODD বাংলা ডেস্ক: ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে। রিপোর্টে পরিস্থিতির অনুকূল দেখেই এই পদক্ষেপের সিদ্ধান্ত, খবর হাসপাতাল সূত্রে। এর আগে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক পরিস্থিতির উন্নতির খবর মিলেছিল। সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়। সিটি থোরাক্স রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন, বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিকভাবে ছবি দেখে মনে হচ্ছে, ফুসফুসে সংক্রমণ এখন অর্গানাইজিং পর্যায়ে রয়েছে। অর্থাৎ, সংক্রমণ আর বাড়ছে না। এছাড়াও, দেখা গিয়েছে বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতি নেই। তবে, বাঁদিকের ফুসফুসের নীচের অংশ ও ডানদিকের ফুসফুসের নীচের দিকের মাঝামাঝি অংশে সংক্রমণ রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.