উত্তর থেকে দক্ষিণ- রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক:দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরেই গরম খেলা দেখাচ্ছে৷ ভ্যাপসা গরম থেকে অস্বস্তিকর পরিস্থিতি সব কিছুতেই নাজেহাল সাধারণ মানুষ৷ তবে কি এবার ভারী বৃষ্টিপাত নামবে?বড় আপডেট দিল হাওয়া অফিস।আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও রকমের ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আলিপুরের পক্ষ থেকে ৷ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমত চাপে ফেলবে, আগামী ৫দিন দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টিপাত নেই কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷আগামী ১৪ জুলাই উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে ৷মঙ্গলবার থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ বুধবারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হতে পারে ৷ এদিকে, আষাঢ় মাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ভাঁটা চলছে৷ এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৪ শতাংশ বৃষ্টিপাতে ঘাটতি দেখা দিয়েছে ৷ আবহাওয়াবিদেরা মনে করেন বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপই বাঁচাতে পারে দক্ষিণবঙ্গকে৷ কিন্তু আগামী পাঁচদিন নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.