ক্রিকেট থেকে সিনেমার মাঠে ধোনি
ODD বাংলা ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের মাঠে দেশকে এনে দিয়েছেন সর্বোচ্চ সম্মান। ব্যাট-গ্লাভস তুলে রাখার পর এবার তিনি মন দিয়েছেন চলচ্চিত্র নির্মাণে।
গত বছর ঘোষণা করেছেন নিজের প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ এর। সেই প্রযোজনা সংস্থা থেকে শুরুতেই তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন মাহেন্দ্র সিং ধোনি। তার প্রযোজনায় প্রথম চলচ্চিত্রের নাম ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’।
সোমবার (১১ জুলাই) মু্ক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এটি পুরোপুরি বিনোদনমূলক চলচ্চিত্র বলে জানানো হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘এলজিএম একটি রঙিন ও মজার বিনোদনমূলক চলচ্চিত্র, জুলাইয়ে এটি বড়পর্দায় আসছে।’ রোমান্টিক কমেডি এই চলচ্চিত্রে বিয়ে করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে অল্পবয়সী যুবক-যুবতীকে। সিনেমার ট্রেলারটি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের।
রোববার (১০ জুলাই) চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এলজিএম’র ট্রেলার ও অডিও উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এম এস ধোনি, সাক্ষী ধোনি ও সিনেমার নায়ক হরিশ কল্যাণ।
Post a Comment