৫১ দিন 'জলে ভেসে' বারাণসী থেকে ডিব্রুগড়, ভাড়া ১২ লাখ! কতটা সফল গঙ্গা বিলাস?


ODD বাংলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের পর্যটন ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বিশ্বের দীর্ঘতম নদী ক্রজ এমভি গঙ্গা বিলাস। বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত ৩২০০ কিলোমিটার পাড়ি দেবে এই প্রমোদতরীটি। আর তাতে সময় লাগে ৫১ দিন। আর এই পুরো সফর করতে খরচ ঘোষণা করা হয়েছিল ১২ লাখ ৫৯ হাজার।উল্লেখ্য, গঙ্গা বিলাসে করে দেশের ৫০টি পর্যটন স্থল ঘুরে দেখা সম্ভব। পাশাপাশি এই ক্রজে রয়েছে তিনটি ডেক, ১৮টি স্যুইট। সেখানে ৩৬ জন পর্যটক থাকতে পারবেন। সাহেবগঞ্জ, কলকাতা, পাটনা, ঢাকা ইত্যাদি জায়গা পরিদর্শনের সুযোগ থাকছে। এছাড়াও সুন্দরবন, কাজিরাঙা , বিক্রমশীলা দর্শনের সুযোগও থাকছে।কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এই ক্রুজটির দৈর্ঘ্য ৬২ মিটার এবং প্রস্থ ১২ মিটার। ১.৪ মিটার জলেও তা চলাচলে সক্ষম। এই ক্রুজের ফলে একদিকে যেমন রিভাজ ক্রুজ বা নদী পর্যটনের নতুন দিগন্ত খুলবে তেমনই ভারতের অর্থনীতির ক্ষেত্রেও বিশেষ উন্নতি হবে বলে জাহাজ মন্ত্রকের তরফে দাবি করা হচ্ছিল। এছাড়াও এই ক্রুজে রয়েছে বিরাট খানাপিনার ব্যবস্থাও। প্রমোদতরীটির দামের জন্য এই প্রকল্পের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়েছিল। যদিও যদি কেউ ৫১ দিন পুরোপুরি সফর করতে না চান সেক্ষেত্রে রয়েছে আলাদা প্যাকেজও। মূলত বিদেশি পর্যটকদের কাছে গঙ্গা বিলাস বিশেষ আকর্ষণীয় হতে চলেছে, মনে করা হচ্ছিল এমনটাই। আগামীদিনে এই ধরনের আরও প্রকল্প চালু হতে পারে, এমনই ইঙ্গিত মিলল জাহাজ মন্ত্রীর থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.