কোষ্ঠীতে নবগ্রহকে শান্ত করতে সপ্তাহের কোন দিনে কী খাবেন জানুন

 


ODD বাংলা ডেস্ক: খাবার যেমন আমাদের জন্য অমৃত, তেমনই খাবারই আবার বিষের ভূমিকা নিতে পারে। সঠিক খাবার যেমন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ও সবল করে রাখে, তেমনই ভুল খাবার আমাদের অসুস্থতার দিকে ঠেলে দেয়। জ্যোতিষশাস্ত্রেও খাদ্যের বড় ভূমিকার কথা উল্লেখ রয়েছে। আমরা কী খাবার খাচ্ছি, তার প্রভাব শুধু আমাদের শরীরের উপর পড়ে না, মন ও ভাগ্যের উপরেও পড়ে।


বৈদিক জ্যোতিষে নবগ্রহের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোষ্ঠীতে এই গ্রহগুলির অবস্থান ভালো হলে ভাগ্যকে সব সময় পাশে পান জাতক। কিন্তু গ্রহের অবস্থান ও প্রভাব জন্মছকে অশুভ হলে জাতককে জীবনে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। তাই নবগ্রহকে শান্ত রাখা জরুরি। জ্যোতিষশাস্ত্র বলছে যে সঠিক খাবারের মাধ্যমেও নবগ্রহকে শান্ত রাখা যায়। জেনে নিন কোন খাবার খেলে কোন গ্রহের শুভ প্রভাব লাভ করতে পারবেন আপনি।


রবি


জন্মছকে সূর্যের অবস্থান ভালো করতে গম, গুড় ও আম বেশি করে খান।


চন্দ্র


চন্দ্রদেবতা আমাদের মনের উপর প্রভাব বিস্তার করেন। কোষ্ঠীতে চাঁদের অবস্থান ভালো করতে আখের রস, চিনি, দুধ এবং দুগ্ধজাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত।


মঙ্গল


নবগ্রহের মধ্যে সেনাপতি গ্রহ বলা হয় মঙ্গলকে। এই গ্রহ সাহস, বীরত্ব, হিংসা ও হানাহানির উপর প্রভাব বিস্তার করে। মঙ্গলকে শান্ত করতে গুড়, মুসুর ডাল, বেদানা, বার্লি ও মধু নিয়মিত নিজের ডায়েটে রাখুন।


বুধ


নবগ্রহের মধ্যে বুধকে বলা হয় যুবরাজ গ্রহ। বুধ আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, কথা বলা, মনঃসংযোগ করা, অন্যের সঙ্গে যোগাযোগ রাখা ও বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে। বুধের অবস্থান শক্তিশালী করার জন্য সবুজ মটর, সবুজ তরিতরকারি, সবুজ ডাল, জোয়ার ইত্যাদি বেশি করে খান।


বৃহস্পতি


গুরুগ্রহ বৃহস্পতি হল দেবতাদের গুরু। কোষ্ঠীতে এই গ্রহের শুভ প্রভাব থাকলে জাতক প্রচুর অর্থ ও খ্যাতি লাভ করে। বৃহস্পতির অবস্থান ভালো করতে নিজের খাদ্য তালিকায় ছোলা, ছোলার ডাল, ছোলার ছাতু, হলুদ, সন্ধব লবণ, পাকা কলা ও মুগ ডাল বেশি করে খান।


শুক্র


জন্মছকে শুক্র গ্রহ অশুভ অবস্থানে থাকলে আপনাকে বেশি করে ত্রিফলা, এলাচ, মিছরি, মূলো এবং শালগম জাতীয় খাবার বেশি করে খেতে হবে।


শনি


শনি হলেন কর্মফলের দেবতা। শনি গ্রহের অশুভ প্রভাব জীবন পুরো ছারখার হয়ে যেতে পারে। শনিকে শান্ত করতে কালো অরহড় ডাল, গোল মরিচ, লবঙ্গ, তেজপাতা, বিটনুন এবং আচার বেশি করে খান।


রাহু ও কেতু


বৈদিক জ্যোতিষ অনুসারে রাহু ও কেতু হল ছায়া গ্রহ। জন্মছকে এই দুই গ্রহের অবস্থান ভালো করতে অরহড় ডাল, তিল এবং সর্ষের নিজের খাদ্য তালিকায় রাখুন। তাহলেই রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন আপনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.