OMG! ছবির প্রায় কুড়িটি দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ড!

ODD বাংলা ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ওএমজি ২ অনেকদিন ধরেই নানা কারণে শিরোনামে আসছে বারবার। এই মাসের শুরুতে, জানা গিয়েছে যে ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পর্যালোচনার জন্য চাপ দেওয়া হয়েছে। সূত্রের খবর সেন্সর বোর্ড ওএমজি 2-এর বিষয়বস্তুতে 'সামান্য বিতর্কিত' কিছু বিষয় লক্ষ্য করেছে। শুধু তাই নয় প্রায় কুড়িটি দৃশ্যে কাঁচিও চালানো হয়েছে। একইসঙ্গে ছবিটিকে ‘A’ অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেটের জন্যও চিহ্নিত করেছে।রিপোর্ট অনুযায়ী, OMG ২ মুক্তি পেতে আর মাত্র ১৬ দিন বাকি। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিটি ঘিরে চারিদিকে উত্তেজনাও তুঙ্গে। সকলেই যে অক্ষয়কে দেখার জন্য অপেক্ষা করছে সেকথা বলাই যায়। তাই সকলেই এবিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।তবে ছবিতে অক্ষয় কুমারের লুক এবং ডায়লগ দেখে নেটিজেনরাও প্রশ্ন তুলেছিলেন, কোনওভাবে ছবিটায় যেন হিন্দুধর্মকে আঘাত করা না হয়, সে ব্যাপারেও তারা সতর্ক করেন। যদি তেমনটা হয় তবে তারাই ছবি বয়কট করবেন বলেও প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে ছবির বহু অংশ কেটে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেলেও, কোন কোন দৃশ্য বাদ গিয়েছে সেবিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.