সত্যি হল মোদীর ভবিষ্যৎবাণী, ৫ বছর আগেই বলেছিলেন যে ২০২৩-তে অনাস্থা প্রস্তাব আনবেন বিরোধীরা
ODD বাংলা ডেস্ক: ২০১৮ সালে লোকসভায় নরেন্দ্র মোদীর একটি ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিও-এ বিরোধী নেতাদের উদ্দেশ্য করে মোদী বলছেন, ২০২৩ সালে তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। আর ২০২৩ সালে ঠিক সেটাই হল। মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় পৃথকভাবে অনাস্থা প্রস্তাব এনেছেন কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ (ইন্ডিয়া জোটের হয়ে) এবং ভারত রাষ্ট্র সমিতির সাংসদ নাগেশ্বর রাও। ইতিমধ্যে যে প্রস্তাব গ্রহণ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।রাজনৈতিক মহলের মতে, এবারের অনাস্থা ভোটপর্বের শেষেও মোদী যদি এরকম ভবিষ্যদ্বাণী করেন, তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ মোদী সরকারের হাতে যে সংখ্যা আছে, তাতে হাসতে-হাসতে অনাস্থা ভোটে জিতে যাবে। এক ফোঁটাও ঘাম ঝরাতে হবে না। যে বিষয়টি বিরোধী নেতারাও খুব ভালোভাবে জানেন। তাঁরা যে হারবেন, তা কার্যত স্বীকারও করে নিয়েছেন। তাঁদের দাবি, মোদী যাতে সংসদে এসে মণিপুর নিয়ে মুখ খোলেন, সেজন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
Post a Comment