আগামী ২ মাসে ভয়ংকর খরা ভারতে? আশঙ্কাবাণী গবেষকের


ODD বাংলা ডেস্ক: মরশুমের শুরুতেই দুর্বল হচ্ছে বর্ষা। জুন মাসের বৃষ্টির পরিমাণে উদ্বিগ্ন আবহাওয়া বিশেষজ্ঞরা। জুলাই এবং অগাস্টের বৃষ্টিপাতের ঘাটতি দেশজুড়ে খরা পরিস্থিতি তৈরি করতে পারে। জুন মাসে দেশজুড়ে বৃষ্টির ঘাটতি ছিল ১০ শতাংশ। IMD-র তরফে জানানো হয়েছে, জুলাই মাসে গড়ে দেশে ৯৪ থেকে ১০৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা স্বাভাবিক বলেই ধরে নেওয়া যেতে পারে। যদিও উত্তর ভারত, উত্তর পূর্ব এবং দক্ষিণের কিছু কিছু রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা যেতে পারে আগামী দু'মাসে। যা কিছুটা হলেও আশঙ্কা তৈরি করছে। বর্ষার প্যাটার্নে পরিবর্তন হয়েছে ঘন ঘন। যা অবাক করে দেওয়ার মতো বিষয় বলেই মনে করছেন গবেষক। জুনে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলিও অস্বাভাবিক বলে উল্লেখ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনের জেরেই সমুদ্রপৃষ্ঠের জল উষ্ণ হয়ে উঠছে। বিপর্যয় ঘূর্ণিঝড়ের জেরে এ বছর বর্ষা দেরিতে প্রবেশ করেছে বলেও জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.