‘পুষ্পা-২’ সিনেমায় রাশমিকার এক ঝলক

 


ODD বাংলা ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ‘পুষ্পা’ সিনেমা। চন্দন কাঠের চোরাকারবারীর কাহিনি। সিনেমার সংলাপ মানুষের মুখে মুখে ফিরেছে। এমনকি, ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারও সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়েছেন সিনেমাটি নিয়ে।

এবার ‘পুষ্পা-২’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং হয়েছে। অভিনেত্রী রাশমিকা মন্দানা শুটিং শুরুর কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়।


বুধবার ইনস্টাগ্রামে শুটিং সেটের ছবিও শেয়ার করেন রাশমিকা। সিকুয়ালে শ্রীভল্লীর চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী।


সুকুমার পরিচালিত ‘পুষ্পা, দ্য রাইজ’ সিনেমাটি ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এতে কেন্দ্রীয় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন। ফাহাদ ফাজিলও ছিলেন সিনেমায়। পুষ্পা, দ্য রাইজ বক্স অফিসেও শোরগোল ফেলেছিল।


সেই সময়ই বোঝা গিয়েছিল যে, পুষ্পার সিক্যুয়েল হবে। অল্লু অর্জুন ফিরছেন বিখ্যাত হয়ে যাওয়া সেই চরিত্রে। অনুরাগীরা যা ভেবেছিলেন, তারচেয়েও আগে। কারণ, ‘পুষ্পা, দ্য রাইজ’ মুক্তি পাওয়ার দেড় বছরের মাথায় ‘পুষ্পা-২’, দ্য রুল’-এর শুটি শুরু হয়েছে। এর আগে অল্লু অর্জুনের জন্মদিনে ‘পুষ্পা২’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতা।


যদিও সেই পোস্টারে অর্জুনকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন রূপে। সোনার গয়না ও লেবুর মালা পরিহিত অবস্থায়। এছাড়া পোস্টারে তার হাতে বন্দুকও দেখা গেছে। ‘পুষ্পা, দ্য রুল’ কবে মুক্তি পাবে, সেরকম কোনো তারিখ বা সম্ভাব্য দিনক্ষণ এখনো কিছু জানানো হয়নি।


রশ্মিকা তার পরের সিনেমা ‘অ্যানিমাল’-এর শ্যুটিং শেষ করেছেন। সেই সিনেমায় রণবীর কপূর, ববি দেওল ও অনিল কাপুর অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন। ১১ অগাস্ট মুক্তি পাবে ‘অ্যানিমাল’। পাশাপাশি ‘রেনবো’ ও ‘ভিএনআর ট্রায়ো’ সিনেমাতেও দেখা যাবে অভিনেত্রীকে।


‘পুষ্পা-২’ এর পোস্টারেই ছিল চমক। সেখানে একাই দেখা গিয়েছিল অল্লু অর্জুনকে। গাঢ় নীল গায়ের রঙের মধ্যে জ্বলজ্বল করছে সিঁদুরমাখা কপাল, তাতে সবুজ, সাদা চন্দন।


পরণে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে অল্লু অর্জুন লিখেছিলেন, ‘পুষ্পা-দ্য রুল’ শুরু হল। অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এ সিনেমার মুক্তির পর থেকেই দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা। ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমাটি ‘পুষ্পা-দ্য রাইস’-এরই সিক্যুয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.