টিজারেই মুগ্ধ! শাহরুখের 'জওয়ান'-এর প্রথম টিকিট কাটলেন সলমন

ODD বাংলা ডেস্ক:সোমবার সকাল ১০.৩০টায় সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ‘জওয়ান’। মাত্র ২৪ ঘণ্টাতেই সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে এই টিজার দেখে ফেলেছে প্রায় ১১২ মিলিয়ন দর্শক। শাহরুখে মুগ্ধ গোটা নেটপাড়া। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সেই টিজার। টিজার দেখে আর পাঁচজনের মতো মুগ্ধ সলমান খানও। সেই টিজার শেয়ার করে সলমন লিখেছেন, 'পাঠান'তো জওয়ান হয়ে গেল।' পাশাপাশি তিনি এই ছবি সিনেমা হলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলেও দাবি করেন।প্রসঙ্গত, শাহরুখ-সলমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে প্রায় একসঙ্গেই রয়েছেন। একসময় রাকেশ রোশনের করণ-অর্জুন ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তারপর মাঝে তাঁদের বন্ধুত্বে আসে ভাঙন। সেই সময় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে দুই সুপারস্টারের অনুরাগীরাও। পরে অবশ্য ফের সমস্যা মিটিয়ে কাছাকাছি আসেন দুজনে। এমনকী সাম্প্রতিক সময় শাহরুখের ছেলে আরিয়ানকে যখন গ্রেফতার করা হয়, তখন 'বাদশা'র পাশে এসে দাঁড়িয়েছিলেন সলমান ও তাঁর গোটা পরিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.