জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি অগাস্টে

ODD বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরে কেন্দ্রের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট । আগামী ২ আগস্ট থেকে ওই মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে জানানো হল, শুধুমাত্র ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই বিচার্য হবে শুনানিতে। সোমবার এবং শুক্রবার ছাড়া সপ্তাহের সব দিন এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.