শ্বশুরবাড়িতে থাকতে দিন, এ বার সরাসরি রাষ্ট্রপতি মুর্মুর কাছে আবেদন পাকিস্তানি সীমার

ODD বাংলা ডেস্ক: ক্ষমা চেয়ে এ বার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করলেন প্রেমের টানে পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা হায়দার। রাষ্ট্রপতির কাছে তাঁর আর্জি, তাঁকে যেন সন্তানদের নিয়ে ‘শ্বশুরবাড়ি’তেই থাকতে দেওয়া হয়।উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় প্রেমিক সচিন মীনার সঙ্গে থাকার আবেদন জানিয়েছেন সীমা। শনিবার আইনজীবী মারফত পিটিশনও দাখিল করেছেন। সেখানে রাষ্ট্রপতির কাছে মামলার মৌখিক শুনানির আবেদন জানানো হয়েছে। আদালতে সীমার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী এপি সিংহ।পিটিআই সূত্রে জানা গিয়েছে, সীমা তাঁর আবেদনের পিটিশনে রাষ্ট্রপতির উদ্দেশে লিখেছেন, ‘‘মামলাকারী তাঁর স্বামী সচিনের সঙ্গে থাকতে এসে শান্তি এবং ভালবাসা খুঁজে পেয়েছেন। সচিনের বাবাকে শ্বশুর এবং মাকে শাশুড়ি হিসাবে মেনে নিয়েছেন। আপনি তাঁকে বিশ্বাস করুন এবং দয়া করুন।’’চার সন্তানকে নিয়ে নেপাল হয়ে ভারতে পৌঁছেছেন সীমা। পিটিশনে তিনি এ-ও জানিয়েছেন, রাষ্ট্রপতির দয়া হলে তিনি বাকি জীবন ভারতেই তাঁর স্বামীর সঙ্গে কাটিয়ে দিতে পারবেন। নেপালের মন্দিরে হিন্দু মতে তাঁরা বিয়ে করেছেন। সীমা নিজের ধর্মও বদলে ফেলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.