সরকারি কর্মচারীদের এক বছরের মাতৃত্বকালীন ছুটি দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ODD বাংলা ডেস্ক: এ বার থেকে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন সিকিমের সরকারি কর্মচারীরা। বুধবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। মহিলাদের পাশাপাশি ছুটি পাবেন পুরুষ কর্মীরাও। তবে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ থাকছে এক মাস। বুধবার সিকিমের প্রশাসনিক কৃত্যকদের সংগঠন ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তামাং। সেখানেই তিনি তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারীরা যাতে তাঁদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ। সিকিম রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এই সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে। ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, মহিলা কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.