লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে গাছে বানর, মালিকের মাথায় হাত

 


ODD বাংলা ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের রামপুরের শাহবাদ এলাকায় ব্যবসা তার। কিন্তু বসবাস করেন দিল্লিতে। রামপুরেই বাইক থামিয়ে বসেছিলেন পথের ধারে একটি বেঞ্চে। ব্যাগে ছিল লাখ টাকা। ঘটনা বোঝা মাত্র মাথায় হাত পড়ে যুবকের। কারণ ব্যাগে রয়েছে লাখ খানেক টাকা। এদিকে মুহূর্তে পাশের বড় গাছের মগডালে চড়ে বসে ‘চোর’ বানর।


ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় বানরের উপদ্রবের কথা জানা স্থানীয়দের। শারাফৎ সম্ভবত জানতেন না। ফলে হিসেব কষায় মগ্ন হতেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালায় একটি বানর। মুহূর্তে উঁচু গাছের ডালে চড়ে বসে সেটি।


ঘটনা বোঝামাত্র চিৎকার শুরু করেন যুবক। ফলে আশপাশের লোকজন বানরটিকে ধাওয়া করে। এলাকায় হুলুস্থুলু পড়ে যায়। যদিও নাগাল পাওয়া যাচ্ছিল না লম্বা লেজওয়ালা প্রাণীর। তবে এক সময় ব্যাগ ফেলেই পালিয়ে যায় বানরটি। নগদ টাকাসহ ব্যাগ ফেরত পেয়ে হাফ ছেড়ে বাঁচেন যুবক। 


উল্লেখ্য, রামপুরের বানরের উৎপাত নতুন না। এদিনের ঘটনার পর জেলা প্রশাসন জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল গঠন করা হবে। যারা বানর ধরে জঙ্গলে ছেড়ে আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.